রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। দিনের বেলায় সংযোগ বিচ্ছিন্ন, রাতে ফের সংযোগ। একটি অসাধু চক্র এভাবে অবৈধ সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। কোনো তোয়াক্কাই করছেন তারা। বিশিষ্টজনরা বলছেন, গ্যাস কর্তৃপক্ষের যোগসাজশেই এসব হচ্ছে। এর ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। তবে এলাকাবাসী বলছেন, অবৈধ গ্যাংস সংযোগকে বৈধ কর করা হলে গ্যাস চুরি কমবে এবং সরকার কোটি কোটি রাজস্ব পাবে। সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। বাসাবাড়িতে এবং কলকারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। পরে তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দিনে সংযোগ বিচ্ছিন্ন করে ফের রাতে সংযোগ দেওয়া হয়। এভাবে চলছে নগরের কর্মকান্ড। এরমধ্যে টঙ্গীর শিলমুন, পশ্চিম পাড়া, ঝুগিবাড়ি, মরকুন, পাগাড়, গোপালপুর, আরিচপুর, আউচপাড়া, দত্তপাড়া, মাছিমপুর, মুদাফা, গাজীপুরা সাত্রাইশসহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি।

তিতাস গ্যাস অফিসের একটি চক্রের যোগসাজশে রাতের আঁধারে অবৈধ গ্যাস লাইন স্থাপন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। নতুন গ্যাস সংযোগ ও অবৈধ গ্যাংস সংযোগকে বৈধকরণের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, ঠিকাদারের মাধ্যমে ৪০-৭০ হাজার টাকার বিনিময়ে আমরা গ্যাস সংযোগ নিই। পরে গ্যাস কর্তৃপক্ষ আমাদের সংযোগ কেটে দেয়। যারা লাইন ব্যবহার করে তাদের এসব লাইন বৈধ করে দিলে গ্রাহকরা দুর্ভোগ থেকে রেহাই পাবে এবং সরকারও রাজস্ব পাবে। এ ব্যাপারে তিতাস গ্যাস টঙ্গী জোন কর্তৃপক্ষ বলছেন গ্যাস অফিসের দালাল কর্তৃক গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধ সংযোগ দেওয়ার বিষয়টি মিথ্যা। আমরা অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর