সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

টাকার জন্য মুমূর্ষু রোগীকে আটকে স্বজনদের মারধর

সাতক্ষীরা প্রতিনিধি

টাকার জন্য মুমূর্ষু রোগীকে আটকে স্বজনদের মারধর

সাতক্ষীরায় টাকার জন্য মুমূর্ষু এক রোগীকে তিন ঘণ্টা আটকে স্বজনদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে হার্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে। খবর পেয়ে সদর থানা পুলিশ রোগী ও স্বজনদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগী মুক্তি বিশ্বাস (৪৫) পাটকেলঘাটা থানার বাউখোলা পরানপুর গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজনরা জানান, গত ২৮ মার্চ ব্রেন স্টোকজনিত সমস্যার কারণে মুক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থা অবনতি হওয়ায় গতকাল সকালে স্বজনরা তাকে খুলনা মেডিকেলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বেলা ১১টার দিকে রোগীকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তখন টাকা পরিশোধ করতে গেলে ম্যানেজার চুক্তির বাইরে অতিরিক্ত টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে ম্যানেজার লোকজন নিয়ে রোগীর স্বজনদের মারধর করে। অভিযুক্ত ম্যানেজার দেবব্রত বিষয়টি অস্বীকার করে বলেন, রোগীর স্বজনদের কোনো প্রকার মারপিট করিনি। হাসপাতালের মালিক ডা. ফয়সাল বলেন, কোনো রোগীকে আটকে রাখা হয়নি। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ জানান, রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর