শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সংযোগ সড়কের অপেক্ষায় সেতু

কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

সংযোগ সড়কের অপেক্ষায় সেতু

সিঁড়ি বেয়ে উঠতে হয় সেতুতে -বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জের দৌলতপুরের তালুকনগর এলাকার কালিগঙ্গা নদীর ওপর কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কাজে আসছে না। প্রায় দুই বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়কে মাটি না দেওয়ায় ব্যবহার করতে পারছেন না লোকজন। সংযোগ সড়ক হলেই গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের উপযোগী হবে।

দৌলতপুর উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, এখান থেকে বিভিন্ন এলাকায় যাওয়ার অন্যতম সড়ক এটি। স্কুল-কলেজ, হাটবাজারসহ অন্য জেলায় যাতায়াতের সুবিধার্থে প্রায় দুই বছর আগে ৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে কালিগঙ্গা নদীর ওপর ৫৪ মিটার দৈর্ঘ্য এবং ৭.৩ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণের সঙ্গে সংযোগ সড়কের বাজেট না থাকায় শুধু সেতুটি নির্মাণ করেই কর্তৃপক্ষ তাদের দায়িত্ব শেষ করে। ফলে কোটি কোটি টাকা ব্যয় করা সত্ত্বেও সংযোগ সড়ক ছাড়া সেতুটি কোনো কাজেই লাগছে না। অপরিকল্পিত কাজে সরকারের প্রচুর টাকা খরচ হলেও ভোগান্তি একটুও কমেনি। সরেজমিন দেখা যায়, সংযোগ সড়ক না থাকায় এবং নদী শুকিয়ে যাওয়ায় সেতুর নিচ দিয়েই চলাচল করছে স্থানীয়রা। তবে বর্ষা মৌসুমে এ রাস্তায় চলাচলকারীরা পড়েন মহাবিপাকে। এ সময় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে লোহার মই দিয়ে সেতুটি পারাপার হয়। ফলে প্রতিদিন ছোটখাট দুর্ঘটনা ঘটতেই থাকে। সংযোগ সড়ক না থাকায় ১০ মিনিটের রাস্তা দুই ঘণ্টার পথ ঘুরে আসা-যাওয়া করতে হয়। স্থানীয় মোজাফ্ফর আলী বলেন, প্রায় দুই বছর ধরে এভাবেই চলছে। রাস্তা ঠিক না করে ব্রিজ বানিয়ে কোনো লাভ হয়নি। কবে সড়কের কাজ হবে কেউ বলতে পারছে না। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা বলেন, পরিকল্পনা ছাড়া কাজ করলে শুধু টাকা অপচয় হয়, ভোগান্তি কমেনা। একটি প্রকল্প বাস্তবায়নের আগে চিন্তাভাবনা করা উচিত। গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি সংস্কার এবং সেতুর দুই পাশে মাটি ভরাট করে বর্ষার আগেই চলাচলের উপযোগী করার জন্য দাবি জানান তিনি। উপজেলা প্রকৌলশ কার্যালয় সূত্রে জানা যায়, তখন বরাদ্দ না থাকায় সংযোগ সড়কের কাজ হয়নি। সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ৫ কোটি ৮৩ লাখ টাকার বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। টাকার ব্যবস্থা হলেই সংযোগ সড়কের কাজ করা হবে।

সর্বশেষ খবর