শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রাজবাড়ী ও নড়াইলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নড়াইল ও রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী ও নড়াইলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে ভৈরব নদে ডুবে আইয়ান ফকির (৩) ও আড়াই বছরের তাহসীন ফকিরের মৃত্যু হয়েছে। নদের আফরা কাঠের ব্রিজের পাশ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। আইয়ান নড়াইল সদর থানার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের দবির ফকিরের ছেলে ও তাহসীন একই গ্রামের সুলতান ফকিরের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে দুই ভাই বাড়ির পাশের ভৈরব নদের পাড়ে খেলছিল। ইফতারের আগে তাদের মায়েরা শিশু দুটিকে দেখতে না পেয়ে  খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সন্ধ্যায় নদের কাঠের ব্রিজ এলাকায় দুই শিশুকে ভাসতে দেখেন স্থানীয়রা। শেখহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন জানান, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জুনায়েদ হোসেন। সে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খইড়া গ্রামের শাকিল হোসেনের একমাত্র ছেলে। গতকাল দুপুরে বালিয়াকান্দির আড়কান্দি আখ সেন্টারের পাশের একটি পুকুরে ডুবে জুনায়েদের মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সোহানা তাসনিম।

সর্বশেষ খবর