শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অনির্দিষ্টকালের বাস ধর্মঘট কুষ্টিয়ার দুই রুটে

কুষ্টিয়া প্রতিনিধি

অনির্দিষ্টকালের বাস ধর্মঘট কুষ্টিয়ার দুই রুটে

কুষ্টিয়া থেকে গতকাল ছাড়েনি কোনো বাস। টার্মিনালে এসে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা

কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সঙ্গে খুলনা ও ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। গতকাল ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। সংশ্লিষ্টরা বলছেন, আপাতত দুটি রুটে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে সমাধান না হলে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। কুষ্টিয়া জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন ধরেই ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সঙ্গে ফরিদপুরের ট্রিপ নিয়ে ঝামেলা চলছিল। এর যেরে ৫ এপ্রিল রাতে ঝিনাইদহের কালীগঞ্জ নামক স্থানে কুষ্টিয়ার গড়াই পরিবহনের স্টাফদের মারধর করেন ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নেতারা। এর প্রতিবাদে গতকাল ভোর থেকে কুষ্টিয়া-খুলনাগামী গড়াই-রূপসা পরিবহন এবং কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী সব যাত্রীবাহী বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন জানান, ঝিনাইদহ  মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করছেন। তাদের এই অন্যায্য দাবির কারণেই মূলত দ্বন্দ্বের সৃষ্টি। বিষয়টি নিয়ে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে বসি। এ সময় ঝিনাইদহ জেলার শ্রমিকরা কুষ্টিয়ার পরিবহন স্টাফদের মারধর এবং বাস ভাঙচুর করেন। তিনি বলেন, বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের ৯ এপ্রিলের মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর