বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

দিনাজপুর ও নওগাঁ প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে কেঁদে ফেললেন ৭৬ বছর বয়সী রিয়াজ উদ্দীন। দিনাজপুরের বীরগঞ্জে পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের বাসিন্দা তিনি। বয়সের ভারে কাজকর্ম করতে পারেন না। লাঠি ভর দিয়ে কোনোভাবে চলাফেরা করেন। এক ছেলে দুই মেয়েসহ পরিবারে পাঁচ সদস্য। গতকাল বসুন্ধরা গ্রুপের সহায়তায় খাদ্যসামগ্রী নিয়ে রিয়াজ উদ্দীনের বাড়িতে হাজির হন কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ শাখার বন্ধুরা। সহায়তা পেয়ে তিনি বলেন, যারা আমাকে খাবারগুলো দিল দোয়া করি আল্লাহ তাদের ভালো রাখুক। এ সময় উপস্থিত ছিলেন- এমদাদুল হক মিলন, রাসেল ইসলাম, ফরহাদ হোসেন, রাকেশ রায়, তানভীর হোসেন, সাব্বির আহমেদ, জাহিদ হোসেন, মাসুদ রানা প্রমুখ। এদিকে নওগাঁর ধামইরহাটের বিধবা মামুদা খাতুনকে গতকাল বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা। উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ কুড়ানোপাড়া গ্রামে মামুদার বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী তার হাতে তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল একটি পরিবারের এক মাসের প্রয়োজনীয় চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পিঁয়াজ,  সেলাই, ছোলা। এ সময় মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, শুভসংঘের মান্দা শাখার সভাপতি শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর