বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মুক্তিযুদ্ধে বন্দিদশায় নিহত শহীদদের স্মরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

মুক্তিযুদ্ধে বন্দিদশায় নিহত শহীদদের স্মরণে সৈয়দপুরে গতকাল স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। স্থানীয় শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছর ১২ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। এদিন সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত শহীদ স্মৃতি অম্লান চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদের সন্তানদের সংগঠন রক্তধারা ৭১ ও প্রজন্ম’ ৭১ সৈয়দপুর শাখা, উদীচী শিল্পীগোষ্ঠী ও যুব মৈত্রী, তুলশীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বেশকিছু সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শহীদ অম্লান চত্বরে হয় আলোচনা সভা। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতাবিরোধীদের সন্তানরা দাপটের সঙ্গে ঘুরে বেড়ায় এটা আমাদের জন্য লজ্জার বিষয়। অবিলম্বে রাজাকার তালিকা প্রণয়ন ও মুক্তিযুদ্ধের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম সরানোর দাবি জানান। উল্লেখ্য, ১২ এপ্রিল সৈয়দপুরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দিন। এ দিনে দেড় শতাধিক মুক্তিপাগল মানুষকে  হত্যা করেছিল পাকবাহিনী।

 

সর্বশেষ খবর