শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

৯৯৯ এ ফোন, গৃহকর্মীকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

৯৯৯ এ ফোন পেয়ে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একটি বাসা থেকে নির্যাতনের শিকার এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। ফিহা মনি (১৩) নামের ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফিহা মনি দিনাজপুরের খানসামা থানার হোসেনপুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঘোপ নওয়াপাড়া রোড এলাকার ব্যাংক পাড়ায় মাতৃছায়া নামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ বাড়ির একজন ভাড়াটিয়া অংকুর ও তার স্ত্রী জিন্নাতের বাসাতে কাজ করতো ফিহা। গত কোরবানির ঈদের পর তারা ফিহা মনিকে দিনাজপুর থেকে নিয়ে আসেন বাসার কাজের জন্য। এর পর থেকেই কারণে-অকারণে শিশুটিকে মারধর করত। হাসপাতালে ভর্তি ফিহা মনির সারা শরীরে চাবুকের মতো কিছু একটা দিয়ে পেটানোর দাগ দেখা যাচ্ছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) বেলাল হোসাইন বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় ও ঘটনার সত্যতা পাওয়া যায়। শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অংকুর ও জিন্নাতকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর