অতিরিক্ত গরমে দিনাজপুরে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ডায়রিয়া ছাড়াও পেটব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী দিন দিন বাড়ছে। আক্রান্তদের অধিকাংশ নারী ও শিশু। হাকিমপুরসহ বিভিন্ন উপজেলা হাসপাতালের একই অবস্থা। রোগীর ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাকিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের খোলা ও ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকা ও নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েক দিন ৫০ শয্যার হাসপাতালে গড়ে প্রতিদিন ৫২-৫৩ জন রোগী ভর্তি থাকছেন। এদের মধ্যে প্রতিদিন শুধু ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন প্রায় ১০ জন। এ ছাড়া বর্হিবিভাগে আগে দিনে ২০০-২৫০ জন রোগী সেবা নিতেন। এখন গড়ে সেবা নিচ্ছেন ৩০০-৩৫০ জন। যাদের মধ্যে পাতলা পায়খানা, জ্বর, পেটব্যথা, শর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী রয়েছেন। হাসপাতালে আসা মঞ্জুরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরম লাগছিল। এর পর হঠাৎ পাতলা পায়খানা শুরু হয়। হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরও পাতলা পায়খানা ভালো হচ্ছিল না। যার কারণে আজ (বৃহস্পতিবার) আবার হাসপাতালে এসে ভর্তি হয়েছি। মেয়েকে নিয়ে আসা আসমা আকতার বলেন, আমার মেয়ে গতকাল প্রাইভেট পড়তে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না। বাধ্য হয়ে বুধবার রাতে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। আবহাওয়ার কারণেই হয়তো এমন সমস্যা হচ্ছে। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী বলেন, রমজানের শুরু থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে যাদের অধিকাংশ বয়স্ক ও শিশু। তিনি বলেন, কয়েক দিন সারা দেশের মতো হিলিতেও প্রচ- গরম পড়ছে। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে বাইরের খোলা খাবার ও ভাজাপোড়া খাওয়ার কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে। তরল এবং নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ দেন তিনি।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
গরমে বেড়েছে অসুখ-বিসুখ হাসপাতালে ভিড়
দিনাজপুর ও হিলি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর