অতিরিক্ত গরমে দিনাজপুরে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ডায়রিয়া ছাড়াও পেটব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী দিন দিন বাড়ছে। আক্রান্তদের অধিকাংশ নারী ও শিশু। হাকিমপুরসহ বিভিন্ন উপজেলা হাসপাতালের একই অবস্থা। রোগীর ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাকিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের খোলা ও ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকা ও নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েক দিন ৫০ শয্যার হাসপাতালে গড়ে প্রতিদিন ৫২-৫৩ জন রোগী ভর্তি থাকছেন। এদের মধ্যে প্রতিদিন শুধু ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন প্রায় ১০ জন। এ ছাড়া বর্হিবিভাগে আগে দিনে ২০০-২৫০ জন রোগী সেবা নিতেন। এখন গড়ে সেবা নিচ্ছেন ৩০০-৩৫০ জন। যাদের মধ্যে পাতলা পায়খানা, জ্বর, পেটব্যথা, শর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী রয়েছেন। হাসপাতালে আসা মঞ্জুরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরম লাগছিল। এর পর হঠাৎ পাতলা পায়খানা শুরু হয়। হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরও পাতলা পায়খানা ভালো হচ্ছিল না। যার কারণে আজ (বৃহস্পতিবার) আবার হাসপাতালে এসে ভর্তি হয়েছি। মেয়েকে নিয়ে আসা আসমা আকতার বলেন, আমার মেয়ে গতকাল প্রাইভেট পড়তে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না। বাধ্য হয়ে বুধবার রাতে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। আবহাওয়ার কারণেই হয়তো এমন সমস্যা হচ্ছে। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী বলেন, রমজানের শুরু থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে যাদের অধিকাংশ বয়স্ক ও শিশু। তিনি বলেন, কয়েক দিন সারা দেশের মতো হিলিতেও প্রচ- গরম পড়ছে। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে বাইরের খোলা খাবার ও ভাজাপোড়া খাওয়ার কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে। তরল এবং নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ দেন তিনি।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
গরমে বেড়েছে অসুখ-বিসুখ হাসপাতালে ভিড়
দিনাজপুর ও হিলি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর