অতিরিক্ত গরমে দিনাজপুরে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ডায়রিয়া ছাড়াও পেটব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী দিন দিন বাড়ছে। আক্রান্তদের অধিকাংশ নারী ও শিশু। হাকিমপুরসহ বিভিন্ন উপজেলা হাসপাতালের একই অবস্থা। রোগীর ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাকিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের খোলা ও ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকা ও নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েক দিন ৫০ শয্যার হাসপাতালে গড়ে প্রতিদিন ৫২-৫৩ জন রোগী ভর্তি থাকছেন। এদের মধ্যে প্রতিদিন শুধু ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন প্রায় ১০ জন। এ ছাড়া বর্হিবিভাগে আগে দিনে ২০০-২৫০ জন রোগী সেবা নিতেন। এখন গড়ে সেবা নিচ্ছেন ৩০০-৩৫০ জন। যাদের মধ্যে পাতলা পায়খানা, জ্বর, পেটব্যথা, শর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী রয়েছেন। হাসপাতালে আসা মঞ্জুরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরম লাগছিল। এর পর হঠাৎ পাতলা পায়খানা শুরু হয়। হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরও পাতলা পায়খানা ভালো হচ্ছিল না। যার কারণে আজ (বৃহস্পতিবার) আবার হাসপাতালে এসে ভর্তি হয়েছি। মেয়েকে নিয়ে আসা আসমা আকতার বলেন, আমার মেয়ে গতকাল প্রাইভেট পড়তে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না। বাধ্য হয়ে বুধবার রাতে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। আবহাওয়ার কারণেই হয়তো এমন সমস্যা হচ্ছে। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী বলেন, রমজানের শুরু থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে যাদের অধিকাংশ বয়স্ক ও শিশু। তিনি বলেন, কয়েক দিন সারা দেশের মতো হিলিতেও প্রচ- গরম পড়ছে। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে বাইরের খোলা খাবার ও ভাজাপোড়া খাওয়ার কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে। তরল এবং নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ দেন তিনি।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
গরমে বেড়েছে অসুখ-বিসুখ হাসপাতালে ভিড়
দিনাজপুর ও হিলি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর