অতিরিক্ত গরমে দিনাজপুরে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ডায়রিয়া ছাড়াও পেটব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী দিন দিন বাড়ছে। আক্রান্তদের অধিকাংশ নারী ও শিশু। হাকিমপুরসহ বিভিন্ন উপজেলা হাসপাতালের একই অবস্থা। রোগীর ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাকিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের খোলা ও ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকা ও নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েক দিন ৫০ শয্যার হাসপাতালে গড়ে প্রতিদিন ৫২-৫৩ জন রোগী ভর্তি থাকছেন। এদের মধ্যে প্রতিদিন শুধু ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন প্রায় ১০ জন। এ ছাড়া বর্হিবিভাগে আগে দিনে ২০০-২৫০ জন রোগী সেবা নিতেন। এখন গড়ে সেবা নিচ্ছেন ৩০০-৩৫০ জন। যাদের মধ্যে পাতলা পায়খানা, জ্বর, পেটব্যথা, শর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী রয়েছেন। হাসপাতালে আসা মঞ্জুরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরম লাগছিল। এর পর হঠাৎ পাতলা পায়খানা শুরু হয়। হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরও পাতলা পায়খানা ভালো হচ্ছিল না। যার কারণে আজ (বৃহস্পতিবার) আবার হাসপাতালে এসে ভর্তি হয়েছি। মেয়েকে নিয়ে আসা আসমা আকতার বলেন, আমার মেয়ে গতকাল প্রাইভেট পড়তে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না। বাধ্য হয়ে বুধবার রাতে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। আবহাওয়ার কারণেই হয়তো এমন সমস্যা হচ্ছে। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী বলেন, রমজানের শুরু থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে যাদের অধিকাংশ বয়স্ক ও শিশু। তিনি বলেন, কয়েক দিন সারা দেশের মতো হিলিতেও প্রচ- গরম পড়ছে। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে বাইরের খোলা খাবার ও ভাজাপোড়া খাওয়ার কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে। তরল এবং নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ দেন তিনি।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
গরমে বেড়েছে অসুখ-বিসুখ হাসপাতালে ভিড়
দিনাজপুর ও হিলি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর