অতিরিক্ত গরমে দিনাজপুরে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ডায়রিয়া ছাড়াও পেটব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী দিন দিন বাড়ছে। আক্রান্তদের অধিকাংশ নারী ও শিশু। হাকিমপুরসহ বিভিন্ন উপজেলা হাসপাতালের একই অবস্থা। রোগীর ভিড়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাকিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের খোলা ও ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকা ও নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েক দিন ৫০ শয্যার হাসপাতালে গড়ে প্রতিদিন ৫২-৫৩ জন রোগী ভর্তি থাকছেন। এদের মধ্যে প্রতিদিন শুধু ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন প্রায় ১০ জন। এ ছাড়া বর্হিবিভাগে আগে দিনে ২০০-২৫০ জন রোগী সেবা নিতেন। এখন গড়ে সেবা নিচ্ছেন ৩০০-৩৫০ জন। যাদের মধ্যে পাতলা পায়খানা, জ্বর, পেটব্যথা, শর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী রয়েছেন। হাসপাতালে আসা মঞ্জুরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরম লাগছিল। এর পর হঠাৎ পাতলা পায়খানা শুরু হয়। হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরও পাতলা পায়খানা ভালো হচ্ছিল না। যার কারণে আজ (বৃহস্পতিবার) আবার হাসপাতালে এসে ভর্তি হয়েছি। মেয়েকে নিয়ে আসা আসমা আকতার বলেন, আমার মেয়ে গতকাল প্রাইভেট পড়তে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না। বাধ্য হয়ে বুধবার রাতে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। আবহাওয়ার কারণেই হয়তো এমন সমস্যা হচ্ছে। হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী বলেন, রমজানের শুরু থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে যাদের অধিকাংশ বয়স্ক ও শিশু। তিনি বলেন, কয়েক দিন সারা দেশের মতো হিলিতেও প্রচ- গরম পড়ছে। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে বাইরের খোলা খাবার ও ভাজাপোড়া খাওয়ার কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে। তরল এবং নিরাপদ খাদ্য গ্রহণের পরামর্শ দেন তিনি।
শিরোনাম
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
গরমে বেড়েছে অসুখ-বিসুখ হাসপাতালে ভিড়
দিনাজপুর ও হিলি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর