পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুদ করা ২৬৩ বস্তা সার জব্দ করা হয়েছে। উপজেলার বুড়াবুড়ি ইউপির সরকারপাড়া গ্রামের একটি বাড়ি থেকে গতকাল মেসার্স রুম্পা ট্রেডার্সের রাখা সারের বস্তাগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। এ ঘটনায় বিসিআইসির ডিলার ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফা জামান রাজুকে আটক করা হয়েছে।