ঝিনাইদহের কালীগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা ভূমি অফিসের সামনে থেকে হাকিমপুর অভিমুখে মামদপুর গ্রামের শেষ মাথা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পাকা সড়ক নির্মাণকাজ চলছে। জানা যায়, জিওপিএম প্রোজেক্টের অধীনে মেন্টেনেটসের ২ কোটি ৭৯ লাখ ২৩ হাজার ২২৮ টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে এ সড়কের জন্য। শিডিউলে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশনা রয়েছে। কিন্তু নিম্নমানের ইট, ধুলাযুক্ত বালু ও ভাটার কাদামাটিযুক্ত ঘেঁস ব্যবহার করা হচ্ছে। অনেক স্থানে ব্যবহৃত হচ্ছে তিন নম্বর ইট। সরেজমিন দেখা যায়, শ্রমিকরা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন। উপজেলা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কাউকেই সেখানে দেখা যায়নি। বানুড়িয়া গ্রামের ওয়াদুদ মিয়া বলেন, রাস্তা যদি পোড়া মাটি আর ধুলাযুক্ত বালি দিয়ে তৈরি করা হয় তাহলে কীভাবে টেকসই হবে। আসলে রাস্তা নির্মাণের নামে এখানে চলছে লুটপাট। তিনি জানান, এ রাস্তার কাজ নিয়ে এলাকার অনেকেই প্রতিবাদ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। মামদপুর গ্রামের দুদু মিয়া বলেন, পিস রাস্তার কাজে ঘেঁস দেওয়া হয় তা কোনো দিন শুনিনি। যারা কাজ করছেন তারা শুধু নিজেদের লাভের কথাই ভাবছেন। আর অফিসের লোক ওদের সঙ্গে যুক্ত আছে। তা না হলে তারা এসব অনিয়ম দেখেও কিছু বলছেন না কেন? দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান শামছুজ্জোহা মল্লিকের পক্ষে কাজী মাহবুবুর রহমান রুনু নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা স্বীকার করে বলেন, কাজটি আমি কিনে করছি। আপনার সঙ্গে দেখা করে কথা বলতে পারলে ভালো হতো। কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, রাস্তা নির্মাণের জন্য নির্ধারিত সিডিউলের বাইরে কাজ করার সুযোগ নেই। নির্মাণকাজে অনিয়ম হলে অবশ্যই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন জানান, কয়দিক যাব আর কয়টা দেখব। অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে।
শিরোনাম
- ২০ মিনিটে তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৬ গোল
- ‘ব্যাংকিং খাতে সংস্কার সময়সাপেক্ষ বিষয়, নির্বাচিত সরকার এসেই এটি করবে’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান
- নাটোরে বসুন্ধরা শুভসংঘের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
- যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষককে বরখাস্ত
- সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই মৌলিক পরিবর্তন আনতে হবে: খায়ের ভূঁইয়া
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৬২২ মামলা
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে : তারেক রহমান
- পক্ষপাতিত্ব করলে নুরুল হুদার মতো পরিণতি ভোগ করতে হবে : জ্বালানি উপদেষ্টা
- রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ পরিশোধ করতে পারবো না: দুলু
- চান্দিনা প্রেস ক্লাবের সভাপতি রণবীর, সম্পাদক মাসুদ
- যশোরে সাড়ে চার কোটি টাকার স্বর্ণসহ আটক ২
- মুক্তিযুদ্ধের সময়ও আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল : মঈন খান
- চার দশকের মধ্যে টেক্সাসে এমন ভয়াবহ বন্যা প্রথম
- ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬
- কালকিনিতে নিখোঁজের একদিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
- ইউরোপে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী জার্মানিতে, ২৫ জনে একজন আশ্রয়প্রার্থী
- বাতিল হওয়া সৌর প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের
- চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু