শিরোনাম
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ইরি খেতে সেচ দিতে পারছে না কৃষক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে ইরি খেতে সেচ দিতে পারছে না কৃষক। প্রায় ১৫ দিন ধরে মাঠের গভীর ও অগভীর সেচ পাম্প দিয়ে পানি উঠছে না। এতে ইরি আবাদ ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, স্থানীয় বিদ্যুৎ অফিসকে বলেও ফল হচ্ছে না। বাকপুরা খামারবাড়ি গভীর নলকূপ প্রকল্পের ম্যানেজার সৈয়দ নূরে আলম পাইলট বলেন, আমাদের প্রকল্পে শতাধিক বিঘা জমিতে ইরি চাষ করা হয়েছে। প্রায় ১৫ দিন ধরে লোডশেডিংয়ের পাশাপাশি লো-ভোল্টেজের কারণে ধান খেতে কৃষকরা পানি দিতে পারছে না। সদরপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী মুন্সি জহুরুল হক বলেন, লো-ভোল্টেজের কারণে বাকপুরা এলাকার কৃষকদের সেচকাজ ব্যাহত হচ্ছে এটা সত্য। এ ব্যাপারে আমাদের তেমন কিছু করার নেই। কারণ স্বাভাবিক অবস্থায় লাইন ভোল্টেজ আমরা ৩৩ কেবি পেয়ে থাকি।

সর্বশেষ খবর