চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল একই এলাকার মোহাম্মদ ফকিরের ছেলে। তিনি বাঁশখালী পৌরসভার দারোগা বাজারের কাছে অটোরিকশার গ্যারেজে কাজ করতেন।