শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বহিষ্কার হলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে হাট-বাজারের ইজারা দরপত্র অনিয়মের অভিযোগে মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিসও প্রেরণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের আদেশ বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের দফতরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম জানান, ১৬ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে উপজেলার হাটবাজারগুলোর ১৪৩০ বাংলা সনের ইজারা প্রদানের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে দরপত্র দাখিল ও উন্মুক্তকরণের সময় উপজেলার জামাদারপুকুর হাটের একটি দরপত্র জালিয়াতির মাধ্যমে গোপনে বাইরে পাঠিয়ে দেওয়ায় বগুড়া জেলা প্রশাসককে ব্যবস্থা গ্র্রহণের জন্য সুপারিশ করেছেন।

সর্বশেষ খবর