রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

প্রতিদিন ডেস্ক

বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। পটুয়াখালীর দশমিনায় মুগডাল খেত থেকে উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর- বাগেরহাট : চিতলমারী উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা ইউনুস আলী শেখের (৪২) মৃত্যু হয়েছে। উপজেলার আড়ুয়াবর্নী গ্রামে গাছের ডাল ভাঙা নিয়ে বিরোধে গত বৃহস্পতিবার রাতে ইউনুস শেখের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে ভাতিজা হোসাইন শেখ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইউনুসকে চিতলমারী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনুস আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের সেকেল উদ্দিন শেখের ছেলে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ঘাতক ভাতিজা হোসাইন শেখকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পটুয়াখালী : দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের শরিফকান্দা এলাকার মুগডাল খেত থেকে গতকাল সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ফোরকান সিকদার, তার চাচাতো ভাই মঙ্গল সিকদার ও দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম আটক করেছে পুলিশ। নিহত লাইলী বেগম (৩৫) একই ইউনিয়নের পাতার চর গ্রামের শামছুল হক সরদারের মেয়ে।

 

সর্বশেষ খবর