বরিশাল জেলা বিএনপি কার্যালয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয় সভায় দুই পক্ষে হাতাহাতি হয়েছে। এ সময় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গতকাল সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের নিচ তলায় এ ঘটনা ঘটে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইসরাত হোসেন কচি জানান, দুই মাস আগে বাবুগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়। শনিবার ওই কমিটির প্রথম সভা ছিল জেলা কার্যালয়ে। উপজেলা কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে কিছু নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। গতকালের সভায় এর বহিঃপ্রকাশ হয়েছে। সভা চলাকালে কয়েকজন নেতা হাতাহাতিতে লিপ্ত হন। সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে আবার সভার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয় বলে জানান কচি। সভায় কো-কনভেনর সুলতান মাহমুদ ও সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্সসহ অন্যরা উপস্থিত ছিলেন।