রাজশাহীর বাঘায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাকুড়িয়া ও বাউসা ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- বাউসা ইউনিয়নের সাধু প্রামাণিকের মেয়ে সুরাইয়া (৫) ও পাকুড়িয়ার আলিফ (২)। গতকাল দুপুরে সুরাইয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। শুক্রবার দুপুরে পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে খেলার সময় পুকুরে পড়ে যায় আলিফ।