বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

কলেজশিক্ষক হত্যায় ছয়জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বারপাড়ায় কলেজশিক্ষক জাহিদুল আজম সুজন হত্যা মামলায় ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন গতকাল রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- নগরীর কুচাইতলীর সহিদুর রহমান খোকনের ছেলে নয়ন, কামাল, মিঠুন, জামাল, নগরীর বারপাড়ার আবুল হোসেনের ছেলে ইলিয়াস ও নগরীর কুচাইতলী এলাকার বাসিন্দা আবদুল হামিদের ছেলে জাকির হোসেন। ২০১০ সালের ৮ অক্টোবর কুমিল্লা নগরীর বারপাড়ায় রাস্তার ওপর আসামিরা জাহিদুল আজম সুজনকে কুপিয়ে রক্তাক্ত করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।

সর্বশেষ খবর