বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ২১ দফা

সাভার প্রতিনিধি

ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ও মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করাসহ ২১ দফা দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সংগঠনটির পক্ষে এ দাবি জানানো হয়। ২১ দফার মধ্যে আরও রয়েছে- নিরাপদ কর্মস্থল নিশ্চত করা, রানা প্লাজা শ্রমিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, গার্মেন্টসসহ প্রাইভেট সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ঘোষণা, নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাশেদ খান মেনন এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান।

সর্বশেষ খবর