বড়লেখায় লোকালয়ে আটকে পড়া একটি লজ্জাবতী বানরকে পরে অবমুক্ত করে দিয়েছে স্থানীয়রাই। মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন বানরটিকে ছেড়ে দেয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার চুকারপুঞ্জি গ্রামের লোকজন বানরটিকে আটক করে। স্থানীয়রা জানায়, সোমবার রাতে উপজেলার চুকারপুঞ্জি গ্রামে একটি কালভার্টের পাশ থেকে বানরটিকে আটক করে স্থানীয় লোকজন।