রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

সেতু ধসে চলাচলে ভোগান্তি

চাঁদপুর প্রতিনিধি

সেতু ধসে চলাচলে ভোগান্তি

চার বছরেও সংস্কার হয়নি সিআইপি খালের ওপর নির্মিত সেতু -বাংলাদেশ প্রতিদিন

চাঁদপুরে একটি খালের ওপর নির্মিত সেতুর স্লাব ভেঙে পড়ায় চার বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন সাত গ্রামের দুই লাখের বেশি মানুষ। ভুক্তভোগীরা বলছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের গাফিলতিতে সেতুটি মেরামত হচ্ছে না। ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা, গাজীপুর, দলমগর, একতা বাজারসহ সাত গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ এই সেতু। স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা একতা বাজার এলাকায় সিআইপি খালের ওপর সেতুর স্লাব চার বছর আগে ভেঙে পড়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ ১৯৯৫ সালে ব্রিজটি নির্মাণ করেছিল। মাত্র ২৪ বছর না যেতেই ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অনেকের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। মালবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেলসহ নানা যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে পারছেন না অনেকে। দুর্ভোগের শিকার হচ্ছেন নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

স্থানীয় এমপি এবং ইউপি চেয়ারম্যানকে বার বার বললেও ব্রিজ সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না। বালিথুবা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, গত উপজেলা মাসিক সমন্বয় সভায় ব্রিজটি জরুরিভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বক্তব্য রেখেছেন তিনি। দ্রুত এটি সংস্কার করা হবে বলেও জানান। চলতি অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের আওতায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্রিজটি মেরামত করার কথা জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহম্মদ।

সর্বশেষ খবর