রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

সড়কজুড়ে খানাখন্দ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সড়কজুড়ে খানাখন্দ

টাঙ্গাইলের সখীপুরে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কজুড়ে খানাখন্দ, যাতায়াতে ব্যাপক দুর্ভোগের শিকার পথচারীরা। ঢাকা-সাগরদিঘী সড়কের মুজিব কলেজ মোড় থেকে ডাবাইলপাড়া পল্টনপাড় পর্যন্ত প্রায় চার-পাঁচ কিলোমিটার সড়কজুড়ে এ খানাখন্দ। বর্ষার আগে এ সড়ক সংস্কার না হলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের। সরেজমিন দেখা যায়, উপজেলার ইছাদিঘী, পাথারপুর, কির্ত্তোণখোলা, ডাবাইলপাড়া ও কচুয়া গ্রামের এ সড়কে কার্পেটিং, ভিটুমিন ও খোয়া উঠে গিয়ে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলে সড়কের বিভিন্ন জায়গায় নিচু হয়ে ফেটে গেছে। যেখানে দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে। এ সড়ক দিয়ে ময়মনসিংহ, ভালুকা সিডিস্টোর, টাঙ্গাইল ও ঢাকায় যাতায়াত করা হয় বলে জানায় স্থানীয়রা। উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. ফরিদ আহমেদ বলেন, সড়কটি সংস্কারের জন্য ইস্টিমেট করে পাঠানো হয়েছে আশা করছি অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর