রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

পুকুরে পাওয়া কচ্ছপ ধরলায় অবমুক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুর থেকে বিশালাকৃতির একটি কচ্ছপ উদ্ধার হয়েছে। পরে তা ধরলা নদীতে অবমুক্ত করে স্থানীয় বনবিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় কচ্ছপটি নদীতে অবমুক্ত করা হয়। এর আগে দুপুরে উপজেলার চরবড়লই গ্রামের মৎস্য খামারি আবুল হোসেনের পুকুর থেকে মাছ শিকারের সময় ১২ কেজি ওজনের এ কচ্ছপটি ধরা পড়ে। আবুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তার পুকুরে জাল ফেলে মাছ ধরতে গেলে প্রায় ১২ কেজি ওজনের একটি কচ্ছপ ধরা পড়ে। পরে স্থানীয় স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তি এটি নিয়ে যান। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা বনবিভাগের কর্মকর্তা নবির হোসেন জানান, কচ্ছপটি সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়। দিনে খাবার না পাওয়ায় এমনটি হয়েছে। খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে ধরলা নদীতে অবমুক্ত করা হয়।

সর্বশেষ খবর