এবারও আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন চলবে। চলতি মাসের শেষ সপ্তাহে ট্রেনটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ভবনে জেলার আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান তিনি। সুজিত কুমার বলেন, সবার মতামত নেওয়ার জন্যই এখানে এসেছি। আমচাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ঊর্ধŸতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ট্রেন চালুর তারিখ নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে কেজিপ্রতি আম পাঠাতে খরচ হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আশা করা যায়, এবারও একই রেট থাকবে।