মাদারগঞ্জ উপজেলার মহিষ বাথানে গরু চুরি করে পালানোর সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক জানান, গতকাল ভোর রাতে মহিষ বাথান এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দার আলীর খামার থেকে গরু চুরি করে ট্রাকে তোলার চেষ্টা করে চোরেরা। এ সময় লোকজন টের পেলে তার একটি গরু নিয়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়দের ধাওয়া খেয়ে দুজন চলন্ত ট্রাক থেকে লাফ দিলে মোশারফ হোসেন নামে একজন ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরের গুপিন্দশ্রী গ্রামে। অপরজন রাজশাহীর তানোর উপজেলার নবগ্রামের মুকুল। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।