টাঙ্গাইলের সখীপুরে বিরোধীয় জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে ইসমাইল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। উপজেলার কালমেঘা সিন্দুরিয়াপাড়া এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার খোরশেদ আলমের ছেলে। এ সময় ধলু মিয়া নামে আরও একজন আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চম্পা লাল মুন্ডা নামে লেবু বাগানের এক পাহারাদার খুন হয়েছেন। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি কমলগঞ্জের পদ্মছড়া চা বাগানে। তিনি ওই বাগানের রামজি মুন্ডার ছেলে। এ ঘটনায় পুলিশ বিশ্বনাথ নামে লেবু বাগানের আরেক পাহারাদাকে আটক করেছে। তার বাড়ি হোসনাবাদ চা বাগানে।