কুমিল্লার লাকসামে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কবল থেকে কওমি ছয় মাদরাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। লাকসাম রেলওয়ে জংশন এলাকার আজমীর হোটেলের সামনে থেকে শনিবার বিকালে তাদের আটক করে জনতা। খবর পেয়ে পুলিশ থানায় নিয়ে যায়। আটক দুজনসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে মানব পাচার দমন আইনে মামলা করা হয়েছে। সূত্র জানায়, পাচারকারী চক্রের দুই সদস্য মোবারক হোসেন ও ইমন খান। শনিবার বিকালে কৌশলে তারা ছয় মাদরাসাছাত্রকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের উদ্ধার ও পাচারকারী দুজনকে আটক করে। উদ্ধার ছাত্ররা হলো- আবু সাঈদ (১৩), মেহেরাজ হোসেন (১৪), ইমাম হাসান (১৫), শরীফুল ইসলাম (১২), তামিম (১৫) ও ফাহিম (১৫)। তারা দেশের বিভিন্ন কওমি মাদরাসায় অধ্যয়নরত। আটকদের আদালতে পাঠানো হয়েছে।