গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভে প্রেমিকার চার বছর বয়সী ভাই বায়েজিদকে হত্যা করে সাকিব হাসান রোমান (১৯)। গাইবান্ধা পুলিশ সুপার গতকাল এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে খুনের ঘটনা উন্মোচিত হয়েছে। এর আগে এ ঘটনায় শিশুর মা থানায় মামলা করেন।