নাটোরের গুরুদাসপুরে হাজেরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত সোমবার সকালে। জানা যায়, গত রবিবার মধ্যরাতে ওই ক্লিনিকে শম্পা বেগম (২৮) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম হয়। শম্পা গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় মধ্যপাড়ার জাহিদুল ইসলামের স্ত্রী। গুরুদাসপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, হাজেরা ক্লিনিকে শিশু মৃত্যুর খবর তিনি শুনেছেন। সিভিল সার্জনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।