ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ হত্যার ঘটনায় মামলা হয়েছে। ইকরামের বাবা ব্যবসায়ী মাসুদ আহমেদ বাদী হয়ে গতকাল সকালে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। আসামি করা হয়েছে হত্যার অভিযোগে আটক রায়হানকে। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
রায়হান ঢাকার বংশালের সিদ্দিক বাজার এলাকার জিয়াউল করিম জিয়ার ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকরামকে হত্যার কথা স্বীকার করেছেন রায়হান।