নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে ডুবে যাওয়ার দুই দিন পর রাজিব ভূঁইয়া (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকার মধুমতী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজিব ভূঁইয়া লোহাগড়া উপজেলার পুরাতন ধানাইড় গ্রামের জুলহাস ভূইয়ার ছেলে। সে স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন।
লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, গত বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার ধানাইড় গ্রামের মধুমতী নদীর ঘাট থেকে সাঁতার দিয়ে নদী পার হচ্ছিল রাজিব। মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয় সে। নদীতে ডুবে যাওয়ার পর খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। ডুবুরি দল বৃহস্পতিবার বিকালে অভিযান শেষ করে চলে যায়। আজ ভোরে টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকার মধুমতী নদীর তীরে পড়ে থাকা লাশ স্বজনরা শনাক্ত করেন।