শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

বেশি দামে পণ্য বিক্রি ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অধিক মূল্যে পোশাক ও খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে ছয় প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রশাসকের নেতৃত্বে বাজার মনিটরিং টিম এ জরিমানা করে। গতকাল চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট, বড় বাজার পুরাতন গলি ও কাঁচা বাজার মনিটরিং করে জেলা প্রশাসন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান জানান, গতকাল চুয়াডাঙ্গা নিউ মার্কেটে মনিটরিং করার সময় কয়েকটি দোকানে অধিক মূল্যে পোশাক বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে নন্দন কালেকশনকে ১০ ও হৃদয় গার্মেন্টেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পাশের আবদুল্লাহ সিটিতে একই অপরাধে বিপুল গার্মেন্ট নামের একটি প্রতিষ্ঠানে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বড় বাজার পুরাতন গলি ও কাঁচা বাজারের অভিযানে শাড়ি হাউস নামের প্রতিষ্ঠানে ৫ হাজার, আকাশ ফিশ হাউসের মালিক কালু মিয়াকে ৫ হাজার, রবগুল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক বলেন, সব ব্যবসায়ীকে অধিক মূল্যে পণ্য বেচাকেনা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ, বাজার বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর