শিরোনাম
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

জয়পুরহাটে জনপ্রিয় হচ্ছে ভুট্টা আবাদ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জনপ্রিয় হচ্ছে ভুট্টা আবাদ

জয়পুরহাটে কয়েক বছর থেকে জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ। বাজারে ভুট্টার চাহিদা বেশি হওয়ায় বেড়েছে আবাদ। কৃষক জানান, অন্য ফসলের চেয়ে রোগবালাই ও উৎপাদন খরচ কম এ ফসলে। বাজারে ভালো দামও পাওয়া যায়। তাই অনেকে অন্য ফসল বাদ দিয়ে ভুট্টা চাষে ঝুঁকেছেন। সরেজমিনে দেখা যায়, জয়পুরহাট সদর উপজেলার দোগাছী, ভাদসা, দাদরা, জামালপুরসহ বিভিন্ন গ্রামে এবার ভুট্টা আবাদ হয়েছে। ভুট্টা চাষে সেচ খরচ যেমন কম তেমনি রোগবালাই পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। আবার পোলট্রি, মৎস্য ও গোখাদ্য হিসেবে ভুট্টার চাহিদা রয়েছে। জ্বালানি হিসেবে ভুট্টা গাছ ও ছোবড়া বিক্রি করে অতিরিক্ত আয় হয় কৃষকের। ইতোমধ্যে ভুট্টা গাছে ফুল ও দানা আসতে শুরু করেছে। ১ বিঘায় ৪০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক রাহেলা পারভীন জানান, চাষ আরও বাড়াতে কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ খবর