কলাপাড়ায় স্ত্রী হত্যার আভিযোগে স্বামী শাহআলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোররাতে উপজেলা লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যার ঘটনায় গৃহবধূ মততাজ বেগমের বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মততাজ বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্বামী শাহআলমের পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন সোমবার গভীর রাতে দুজনের কথা কাটাকাটি হয়। সকালে পুলিশ পুকুর থেকে মমতাজের লাশ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গৃহবধূর লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী শাহআলমকে পাঠানো হয়েছে আদালতে।