বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

উপজেলা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সভাপতিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নসহ একাডেমি উন্নয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ ও হেফাজত আরা মিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চোপিনগর ইউপি চেয়ারম্যান ও বড়পাথার উচ্চবিদ্যালয়ের সভাপতি মাহফুজার রহমান বাবলু, ইমরান হোসেন, অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক, অধ্যক্ষ আবু জাফর আলী, অধ্যক্ষ এ এইচ এম শহীদুল ইসলাম, অঞ্জনা রানী ঘোষ, সাজেদুর রহমান সবুজ, আবদুল্লাহ আহমদ আল মুতী, মেছবাউল আলম, ওয়াদুদ হোসেন প্রমুখ। কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান, পরিবেশ, পাবলিক পরীক্ষার ফলাফল ইত্যাদি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ বরাদ্দ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষার্থী নির্বাচন, অনুদানের অর্থ যথাযথ ব্যবহার, উন্নয়ন কাজ বাস্তবায়নসহ নানাবিধ কলাকৌশল সম্পর্কে আলোচনা করা হয়।

সর্বশেষ খবর