শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

উদ্বোধনের তিন মাসেও চালু হয়নি বাস টার্মিনাল

বকুল মাহবুব, বেনাপোল

উদ্বোধনের তিন মাসেও চালু হয়নি বাস টার্মিনাল

অব্যবহৃত পড়ে আছে ১৬ কোটি টাকায় নির্মিত বাস টার্মিনাল -বাংলাদেশ প্রতিদিন

বেনাপোল বাস টার্মিনাল উদ্বোধনের তিন মাস পার হলেও চালু হয়নি কার্যক্রম। ফলে দিন দিন বেনাপোল বন্দরে বাড়ছে যানজট। যশোর-বেনাপোল হাইওয়ের বেনাপোল বাজার ও বন্দরে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোকাল বাস ও দূরপাল্লার পরিবহন দাঁড়িয়ে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতগামী পাসপোর্ট যাত্রী ও পৌরবাসীর। ব্যাহত হচ্ছে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য। কমছে রাজস্ব আদায়। বেনাপোল পৌরসভা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তা বলছেন, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বেনাপোল পৌরসভা ও বন্দর এলাকায় যানজট নিরসনে বেনাপোলের আমড়াখালিতে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন একটি বাস টার্মিনাল। গত ৪ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করলেও কোনো ধরনের কার্যক্রম শুরু হয়নি এখনো। বাস টার্মিনাল চালু না করলেও বেনাপোল পৌরসভা কর্তৃপক্ষ যানবাহনপ্রতি ৫০ টাকা করে পৌর টোল আদায় করছে। ফলে বেনাপোল বন্দর এলাকায় প্রতিদিন বাড়ছে তীব্র যানজট। পদ্মা সেতু চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা দ্রুত পৌঁছালেও বেনাপোলে এসে পড়তে হচ্ছে ভয়াবহ যানজটের কবলে। চরম ভোগান্তি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বেনাপোল পৌরসভা ও বন্দর এলাকার গুরুত্ব বিবেচনা করে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বাস টার্মিনালটির চালুর বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। স্থনীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, টোল রেট নির্ধারণ না হওয়ার জটিলতা তৈরি হয়েছে। আশা করি দ্রুতই বাস টার্মিনালটি চালু করা হবে।

 

সর্বশেষ খবর