মেহেরপুরে এবার আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে ৩০ কোটি টাকার লিচু ব্যবসা হবে বলে মনে করছে কৃষি বিভাগ। কৃষকদের দাবি বৈরী আবহাওয়ার কারণে ঝরে যাচ্ছে লিচুর গুটি। সার, সেচ ও কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা।
জেলায় এবার ৬৯০ হেক্টর জমিতে মোজাফ্ফর, চায়না-৩ ও বোম্বাই জাতের লিচুর বাগান রয়েছে। ভৌগলিক কারণে অন্য জেলার আগেই এখানকার লিচু বাজারজাত করা যায়। দাম ভালো পাওয়ায় ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে লিচু চাষ। কৃষি অফিস জেলায় ৩০০ টন লিচু উৎপাদনের আশা করলেও তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৈরী আবহাওয়া। প্রচণ্ড গরম ও দাবদাহের কারণে লিচুর গুটি শুকিয়ে ঝরে যাচ্ছে। সদর উপজেলার কোলা গ্রামের লিচুচাষি শামিমুল ইসলাম বাবু জানান, এবারও মোটা টাকায় বাগান কেনা হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে অনেক টাকা মুনাফা হবে। মেহেরপুর শহরের আড়ত ব্যবসায়ী খয়ের আলী বলেন, বৃষ্টি না হলে এবার লিচু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকার আশঙ্কা বেশি। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শংকর কুমার মজুমদার জানান, জেলায় ৬৯০ হেক্টর জমিতে ৩০০ টন লিচু উৎপাদন হবে। যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। আবহাওয়া একটু খারাপ থাকলেও ফলন বিপর্যয়ের আশঙ্কা নেই।