শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

পাঁচ প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে দরিদ্র বাবা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাঁচ প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে দরিদ্র বাবা

হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমাড়া গ্রামের হতদরিদ্র শামছুদ্দিন। পাঁচজন প্রতিবন্ধী সন্তান নিয়ে দুর্বিষহ দিন কাটছে তার। জন্মের পর থেকে কৈশোরে উপনীত হওয়ার আগ পর্যন্ত সবার শারীরিক গঠন এবং চলাফেরায় কোনো প্রতিবন্ধকতা দেখা যায়নি। ১৩-১৪ বছর বয়সে কোমরের নিচ থেকে অবশ হয়ে যায়। তখন তারা চলাফেরা করতে না পারায় অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। শামছুদ্দিন ও তার স্ত্রী নুরজাহান দম্পতির পাঁচ ছেলে ও এক মেয়ে। এদের মধ্যে চার ছেলে নয়ন রাজিব নাজমূল মামুন এবং মেয়ে খাদিজা সুঠাম দেহের অধিকারী হলেও চলাফেরা করতে হয় হামাগুড়ি দিয়ে। সরকারি সহায়তা বলতে প্রথম তিনজন প্রতিবন্ধী ভাতা পান। প্রবাসীরা একটি মাত্র হুইল চেয়ার কিনে দিলেও তা দিয়ে সবার প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। টাকার অভাবে তাদের চিকিৎসকের কাছে যাওয়া হয়নি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক জানান, আবেদনের সময় চলে যাওয়ায় দুজনের ভাতার ব্যবস্থা হয়নি।

হোসেনপুরের ইউএনও অনিন্দ্য মন্ডল ওই পরিবারকে সরকারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুযোগ-সুবিধাসহ ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। হতদরিদ্র শামছউদ্দিন জানান, বয়স হয়েছে। এখন আগের মতো পরিশ্রম করতে পারছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেলে সংসারের দুর্দশা লাঘব হতো।

সর্বশেষ খবর