ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই সরবকারি হাসপাতালে রোগীদের চেয়ে দালালদের কদর এখন বেশি। সেখানকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনের ছত্রছায়ায় এসব অপকর্ম হচ্ছে বলে জানা গেছে। এ কারণে স্বাস্থ্যসেবা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে আছেন রোগী ও তার স্বজনরা। জানা গেছে, ডা. রাশেদ আল মামুন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। করোনাকালীন বিভিন্ন সংগঠন থেকে দেওয়া শতাধিক অক্সিজেন সিলিন্ডার বাইরে বিক্রি করে দিয়েছেন। এর ফলে হাসপাতালটিতে চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। প্যাথলজিকাল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার টাকা বিনা ভাউচারে তার পছন্দের লোক দিয়ে আদায় করে থাকেন। সপ্তাহে রবিবার ও বুধবার নিয়মিত অপারেশন করা হতো হাসপাতালটিতে। এতে প্রান্তিক অঞ্চল থেকে সাধারণ রোগীরা স্বল্প খরচে চিকিৎসা পেত। স্থানীয় কিছু বেসরকারি ক্লিনিকের মালিকদের সঙ্গে যোগসাজশ করে অপারেশনের পরিমাণ কমিয়ে দেন তিনি। সে কারণে সাধারণ রোগীরা সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি অপারেশন না করার জন্য এক চিকিৎসকের বিরুদ্ধে চিঠি দিয়েছেন এবং তাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, ডা. রাশেদ আল মামুনের একক খবরদারিতে জেলার স্বনামধন্য হাসপাতালটির আজ স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। তিনি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দকৃত দামি ইনজেকশন ও ওষুধ নিজের মালিকানা ঝিনাইদহ শহরের আল-মামুন জেনারেল হাসপাতালে ব্যবহার করেন। এ জন্য ভর্তিকৃত রোগীরা সরকারি ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি বরাদ্দকৃত গাড়িটিও ব্যক্তিগত কাজে সব সময় ব্যবহার করে থাকেন তিনি। কেউ এর প্রতিবাদ করলেই শিকার হতে হয় ভয়াবহ পরিণতির। এসব অভিযোগ অস্বীকার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, সব নিয়মকানুন মেনেই হাসপাতাল পরিচালনা করছি। আমি পদায়নের জন্য চেষ্টা করছি। যা স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান জানেন। আমার কর্মকাণ্ডের জন্য অফিস আমাকে পদায়ন দিচ্ছেন। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শুভ্রা রানি দেবনাথ জানান, বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
শিরোনাম
- হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
অনিয়মের শেষ নেই স্বাস্থ্য কমপ্লেক্সে
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম