সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। অসহায়, দুস্থ, প্রতিবন্ধীসহ সব শ্রেণি-পেশার মানুষকে সেবা দিতে প্রতিটি গ্রাম-গঞ্জে যাচ্ছে ‘স্বপ্নযাত্রা’ নামের অ্যাম্বুলেন্স সার্ভিস। এতে সাধারণ মানুষ সহজে সেবা নিতে পারবে। কমবে দুর্ভোগসহ নানা হয়রানি। জানা যায়, প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে গ্রামীণ পর্যায়ে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করা হয় ‘স্বপ্নযাত্রা’ নামের অ্যাম্বুলেন্স সেবা। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান জেলা প্রশাসক একটি অ্যাম্বুলেন্স দিয়ে জেলার রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নে এ কার্যক্রম শুরু করে। একই সঙ্গে এর সেবাপ্রাপ্তির স্বপ্নযাত্রা নামের একটি অ্যাপসও উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে একটি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু হওয়া কার্যক্রমটি এখন পরিচালিত হচ্ছে ১৭টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এগুলো ক্রয় বাবদ খরচ হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা। এ অ্যাম্বুলেন্সগুলো জেলার ৫৮টি ইউনিয়ন পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে। এ যাবৎ ১৫৯৬ জন রোগী পরিবহন হয়েছে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সের মাধ্যমে। জেলা ও উপজেলা প্রশাসনের তহবিল থেকে কেনা হয়েছে অ্যাম্বুলেন্সগুলো। ২৪ ঘণ্টায় সদরসহ জেলার ৫টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ‘স্বপ্নযাত্রা’। লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, জেলার গ্রামীণ পর্যায়ের প্রান্তিক মানুষ অসুস্থ হলে খুব সহজে এ অ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলা-উপজেলা ও ঢাকা-চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার হাসপাতালগুলোতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হয়ে উঠছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ