সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। অসহায়, দুস্থ, প্রতিবন্ধীসহ সব শ্রেণি-পেশার মানুষকে সেবা দিতে প্রতিটি গ্রাম-গঞ্জে যাচ্ছে ‘স্বপ্নযাত্রা’ নামের অ্যাম্বুলেন্স সার্ভিস। এতে সাধারণ মানুষ সহজে সেবা নিতে পারবে। কমবে দুর্ভোগসহ নানা হয়রানি। জানা যায়, প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে গ্রামীণ পর্যায়ে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করা হয় ‘স্বপ্নযাত্রা’ নামের অ্যাম্বুলেন্স সেবা। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান জেলা প্রশাসক একটি অ্যাম্বুলেন্স দিয়ে জেলার রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নে এ কার্যক্রম শুরু করে। একই সঙ্গে এর সেবাপ্রাপ্তির স্বপ্নযাত্রা নামের একটি অ্যাপসও উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে একটি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু হওয়া কার্যক্রমটি এখন পরিচালিত হচ্ছে ১৭টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এগুলো ক্রয় বাবদ খরচ হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা। এ অ্যাম্বুলেন্সগুলো জেলার ৫৮টি ইউনিয়ন পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে। এ যাবৎ ১৫৯৬ জন রোগী পরিবহন হয়েছে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সের মাধ্যমে। জেলা ও উপজেলা প্রশাসনের তহবিল থেকে কেনা হয়েছে অ্যাম্বুলেন্সগুলো। ২৪ ঘণ্টায় সদরসহ জেলার ৫টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ‘স্বপ্নযাত্রা’। লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, জেলার গ্রামীণ পর্যায়ের প্রান্তিক মানুষ অসুস্থ হলে খুব সহজে এ অ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলা-উপজেলা ও ঢাকা-চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার হাসপাতালগুলোতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হয়ে উঠছে।
শিরোনাম
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’