ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারে ডাকাতির ঘটনায় আরও পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ নিয়ে তিন দফায় মোট ১৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ডাকাত আটকের ঘটনা নিয়ে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত ২৭ মে বাখুন্ডা বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাজারের নাইটগার্ডকে বেঁধে ১৫-২০ জনের ডাকাত দলটি বাজারের ছয়টি দোকান থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে দুই ডাকাতকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে আরও আটজনকে আটক করে। সর্বশেষ গত ৫ জুলাই ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে নতুন করে পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কিছু মালামাল ও একটি পিকআপ উদ্ধার করা হয়। নতুন করে যে পাঁচজনকে আটক করা হয়েছে তারা হলেন- আনোয়ার হোসেন, মো. এমারত শেখ, সাইদুল সরকার, মো. শহিদ ওরফে আবুল ও উজ্জ্বল দাস। আটককৃত ডাকাতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।