বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদ দেখে পাঁচ দিন ধরে নিখোঁজ দুই মাদরাসাছাত্রের সন্ধান মিলেছে। গতকাল সন্ধ্যায় রাজশাহীর চারকোটা মোড় এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন স্বজনরা। পরে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বাড়িতে পাঠায়।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আলম শেখের ছেলে সাব্বির শেখ (১৩) ও বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের শিপন আলীর ছেলে সামিউল ইসলাম (১৩)। তারা চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদরাসার হেফজ শ্রেণির ছাত্র।
গত শুক্রবার বিকালে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দেখতে গিয়ে দুই ছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় গত বুধবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দুই ছাত্রের বাবা। কুমারখালী থানার এসআই নুরুন নবী বলেন, নিখোঁজের ঘটনায় গত বুধবার থানায় জিডি করা হয়েছিল। পরে গতকাল সন্ধ্যায় স্বজনরা উদ্ধার করে তাদের থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।