সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের আমডাঙ্গা-সড়াতৈলে দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের মানুষ। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ সময় পুরো সড়ক কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। তখন যানবাহন-তো দূরের কথা হাঁটাও দায় হয়ে পড়ে। সড়াতৈল মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, স্থানীয় বাসিন্দা আল মাহমুদ, আবদুল আলীম ও বাবুল আক্তার জানান, আমডাঙ্গা-সড়াতৈল সড়কটি খুবই গুরুত্বপূূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন আমড়াঙ্গা, অলিপুর, বাদুল্লাপুর, পাঁচিলা, খাসচর ও জামালপুরসহ অন্তত ১০ গ্রামের মানুষ যাতায়াত করেন। বর্ষার সময় শিক্ষার্থীরা হাঁটু কাঁদা মারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। এতে প্রায়ই পড়ে গিয়ে পোশাক ও বই খাতা নষ্ট হয়। বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে হাঁটেন এ পথে। স্থানীয়দের অভিযোগ রাস্তাটি পাকা করার জন্য অনেকবার বড়হর ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, পরিষদে প্রয়োজনীয় অর্থ না থাকায় রাস্তাটির উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। চলতি বছর পাকাকরণের একটি প্রকল্প তৈরি করে উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অফিসে জমা দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, বড়হর ইউনিয়ন পরিষদের দেওয়া প্রকল্প যাচাইবাছাই করে তাদের অগ্রাধিকার তালিকায় অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত এ রাস্তা পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ