বর্ষায় সেজেছে পাহাড়ের পথ-প্রান্তর। এক পশলা বৃষ্টির পর নীল আকাশে ভেসে বেড়ায় শুভ্র মেঘ। কাপ্তাই হ্রদের আঁকাবাঁকা জলধারা যেন যৌবন ফিরে পেয়েছে। এমন চিত্র দেখা যায় রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে। প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে এ সড়কে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকসহ স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এক মাস আগেও প্রাণ ছিল না পাহাড়গুলোতে। তীব্র দাবদাহে যেন মরুভূমিতে পরিণত হয়েছিল। এখন রূপ আর বৈচিত্র্যে ভরপুর। সবুজে ভরে গেছে পাহাড়ের পথ-প্রান্তর। পাহাড় ঘেঁষে তৈরি আসামবস্তি-কাপ্তাই সড়ক যেন পর্যটকের কাছে রূপকথার গল্পের মতো সাজানো। জেলা প্রশাসনের উদ্যোগে এ সড়কের সৌন্দর্য বাড়াতে তৈরি করা হয়েছে আই লাভ রাঙামাটি নামে নীলাম্বরী (লাভ পয়েন্ট)। যা সব সময় প্রকৃতিপ্রেমীদের পদচারণে মুখরিত থাকে। পর্যটক শেফালি জাহান তুলি বলেন, রাঙামাটির পর্যটন করপোরেশন থেকেও বেশি সুন্দর আসামবস্তি-কাপ্তাই সড়ক এলাকা। যদিও এটি পর্যটন কেন্দ্র নয়। তবুও প্রকৃতিগতভাবে সুন্দর। আরেক পর্যটক তুহিন বলেন, বন্ধুদের সঙ্গে রাঙামাটি আসা। পাহাড়ি পথগুলো সত্যি নজরকাড়া। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি আসামবস্তি-কাপ্তাই সড়কে পর্যটকের আনাগোনা বেড়েছে। কারণ এখানে একটি নীলাম্বরী তৈরি করা হয়েছে। সবাই লাভ পয়েন্টে ছবি তুলতে যান।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, রাঙামাটি-কাপ্তাই-আসামবস্তি সড়কে বাড়তি সৌন্দর্য যোগ করতে তৈরি হয়েছে নীলাম্বরী। এটি পর্যটকদের যেমন আনন্দ দেবে, তেমনি আই লাভ রাঙামাটির নামও ছড়িয়ে পরবে। প্রাকৃতি সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্রগুলো ঢেলে সাজালে অর্থনৈতিক সম্ভবনার দুয়ার খুলবে এমন মন্তব্য সংশ্লিষ্টদের।