ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। ইউএনও আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা মনিরুন নাহার মেরী, শাহ মো. রফিকুল ইসলাম প্রমুখ। ক্ষতিগ্রস্ত ১৪ জনের হাতে ৫২ লাখ ৯০ হাজার ২৬২ টাকার চেক তুলে দেওয়া হয়।