সিলেটের বিশ্বনাথ উপজেলায় তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নেটিজনেরা এটিকে ‘অমানবিক’ অখ্যায়িত করে ঝড় তুলেছেন স্যোশাল মিডিয়ায়। দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির আকুতি এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গরমে নাজেহাল সব শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী ও কর্মজীবীদের। শিশু ও বয়স্ক মানুষের অবস্থা বেশি নাজুক। দাবদাহে হিটস্ট্রোকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। পানিশূন্যতা থেকে ডায়রিয়া, টাইফয়েড ও অন্য রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন। বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন তারা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, প্রতিদিনের গড় তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি ছাড়া গরমের তীব্রতা কমবে না। এদিকে গরমের সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। বিদ্যুতের দেখা পাওয়াই দায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় বিদ্যুতের ঘাটতি রয়েছে ৬৭ শতাংশ। ফলে ২৪ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টার বেশি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিশ্বনাথ নতুন বাজারের লেবু শরবত বিক্রেতা বলেন, তীব্র গরমে শরীরে জ্বালাপোড়া শুরু হয়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। তরুণ সংগঠন ও কৃষি উদ্যোক্তা গোলাম মোস্তফা বলেন, অসহ্য গরমে বিদ্যুতের ভেলকিবাজি অসহনীয়। পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম আবদুল্লাহ শিকদার বলেন, ১৫ মেগাওয়াট চাহিদার মধ্যে ৬ মেগাওয়াট সরবরাহ পাচ্ছি। আমাদের ঘাটতি আছে ৬৫ শতাংশ। এ কারণে প্রায় ৬৭ ভাগ গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর