সিলেটের বিশ্বনাথ উপজেলায় তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নেটিজনেরা এটিকে ‘অমানবিক’ অখ্যায়িত করে ঝড় তুলেছেন স্যোশাল মিডিয়ায়। দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির আকুতি এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গরমে নাজেহাল সব শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী ও কর্মজীবীদের। শিশু ও বয়স্ক মানুষের অবস্থা বেশি নাজুক। দাবদাহে হিটস্ট্রোকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। পানিশূন্যতা থেকে ডায়রিয়া, টাইফয়েড ও অন্য রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন। বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন তারা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, প্রতিদিনের গড় তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি ছাড়া গরমের তীব্রতা কমবে না। এদিকে গরমের সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। বিদ্যুতের দেখা পাওয়াই দায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় বিদ্যুতের ঘাটতি রয়েছে ৬৭ শতাংশ। ফলে ২৪ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টার বেশি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিশ্বনাথ নতুন বাজারের লেবু শরবত বিক্রেতা বলেন, তীব্র গরমে শরীরে জ্বালাপোড়া শুরু হয়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। তরুণ সংগঠন ও কৃষি উদ্যোক্তা গোলাম মোস্তফা বলেন, অসহ্য গরমে বিদ্যুতের ভেলকিবাজি অসহনীয়। পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম আবদুল্লাহ শিকদার বলেন, ১৫ মেগাওয়াট চাহিদার মধ্যে ৬ মেগাওয়াট সরবরাহ পাচ্ছি। আমাদের ঘাটতি আছে ৬৫ শতাংশ। এ কারণে প্রায় ৬৭ ভাগ গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা