সিলেটের বিশ্বনাথ উপজেলায় তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নেটিজনেরা এটিকে ‘অমানবিক’ অখ্যায়িত করে ঝড় তুলেছেন স্যোশাল মিডিয়ায়। দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির আকুতি এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গরমে নাজেহাল সব শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী ও কর্মজীবীদের। শিশু ও বয়স্ক মানুষের অবস্থা বেশি নাজুক। দাবদাহে হিটস্ট্রোকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। পানিশূন্যতা থেকে ডায়রিয়া, টাইফয়েড ও অন্য রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন। বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন তারা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, প্রতিদিনের গড় তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি ছাড়া গরমের তীব্রতা কমবে না। এদিকে গরমের সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। বিদ্যুতের দেখা পাওয়াই দায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় বিদ্যুতের ঘাটতি রয়েছে ৬৭ শতাংশ। ফলে ২৪ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টার বেশি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিশ্বনাথ নতুন বাজারের লেবু শরবত বিক্রেতা বলেন, তীব্র গরমে শরীরে জ্বালাপোড়া শুরু হয়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। তরুণ সংগঠন ও কৃষি উদ্যোক্তা গোলাম মোস্তফা বলেন, অসহ্য গরমে বিদ্যুতের ভেলকিবাজি অসহনীয়। পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম আবদুল্লাহ শিকদার বলেন, ১৫ মেগাওয়াট চাহিদার মধ্যে ৬ মেগাওয়াট সরবরাহ পাচ্ছি। আমাদের ঘাটতি আছে ৬৫ শতাংশ। এ কারণে প্রায় ৬৭ ভাগ গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ