মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রাম থেকে গতকাল জামায়াতে ইসলামীর আট নারী কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতামূলক কার্যকলাপ ও সরকারবিরোধী উগ্র জনমত সৃষ্টির পরিকল্পনার অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানান মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল। আটকরা হলেন- রেবেকা, জেসমিন, নাসিমা, কুলছম, জুলেখা, শান্তনা, শামসুন্নহার ও সালমা।