এক সময়ের খরস্রোতা নাগদার খাল ভরাট হয়ে এখন মৃতপ্রায়। খালটি খনন করা হলে প্রায় ৭ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। খালটি খননের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জানা যায়, ১০ কিলোমিটার দৈর্ঘ্য এ খালের মুখে পলি জমে ভরাট হয়ে গেছে। এ খালের পানিতে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হতো। খালের পানি ব্যবহারে দুই ফসলি জমি তিন ফসলিতে রূপান্তর হয়েছিল। দেশীয় মাছের অভয়াশ্রম হিসেবেও পরিচিত ছিল এটি। দীর্ঘদিন সংস্কার না করায় পানির প্রবাহ নেই। ফলে এখন কৃষকদের শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে সেচ দিতে হয়। চাষিরা জানান, সেচ সুবিধার অভাবে অনেক জমি অনাবাদি থেকে যাচ্ছে। নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দাল হক বলেন, ২০১৮ সালে ৪০০ মিটার খাল খনন করা হয়। খননকৃত এলাকায় এর সুবিধাও পাচ্ছেন গ্রামবাসী। অবশিষ্ট অংশ খনন করা হলে আবাদি জমির পরিমাণ বাড়বে। স্থানীয় রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু বলেন, এখানে স্লুইস গেটের মাধ্যমে পানি জমিয়ে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা করা হতো। খালটি খনন না করায় সেটি মরতে বসেছে। খনন হলে দুই সহস্রাধিক কৃষক সুবিধা পাবেন। আবাদের আওতায় আসবে ৭ হাজার হেক্টর জমি। গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, খালটি পুনখননের জন্য কাজ করা হচ্ছে। মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, এ খালখনন হলে কৃষক উপকৃত হবে। দ্রুত সময়ের মধ্যে খালখনন করে নাব্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
শিরোনাম
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন