কুষ্টিয়ায় নির্বিচারে বৃক্ষ নিধনের মহোৎসব চলছে। শহরতলির কুমারগাড়া এলাকায় প্রভাবশালী একটি চক্র জিকে সেচ খালের দুই পাড়ের প্রায় ৬ শতাধিক ফলদ ও বনজ বৃক্ষ দেদার কেটে ফেলছে। নির্বিচারে বৃক্ষ নিধন চললেও এ যেন মগের মুল্লুক! দেখার কেউ নেই। নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তার পরও নির্বিচারে বৃক্ষ নিধন চলছেই। এ বৃক্ষ নিধনের সঙ্গে কুষ্টিয়া পৌরসভার একজন কাউন্সিলর ও সেচসম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া বিসিকের পাশ দিয়ে বয়ে যাওয়া জিকে টি-৫ কে সেচ খালের দুই পাড়ের প্রায় দুই কিমি দীর্ঘ আয়তনের ফলজ ও বনজসহ ৬ শতাধিক গাছ কয়েক দিন ধরে নির্বিচারে নিধন করে আসছে স্থানীয় প্রভাবশলী মহল। গাছ নিধনের এ মহোৎসবে পানি উন্নয়ন বোর্ডের সেচ সম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তা ও স্থানীয় ২০ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। নির্বিচারে দ্রুত বৃক্ষ নিধনের জন্য ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক করাত। কুমারগাড়া খালপাড়া এলাকার বাসিন্দা তরিকুল জানান, সপ্তাহ খানেকের বেশি সময় ধরে খাল পাড়ের গাছ কেটে প্রকাশ্য দিবালোকে ট্রলিবোঝাই করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যারা এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস কারও নেই। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কালভার্ট থেকে শুরু করে পূর্বদিকে প্রায় ১ কি মি দূরত্ব পর্যন্ত দুই পাশ দিয়ে কমপক্ষে ৬০০-৭০০ গাছ ছিল। লেবার দিয়ে কারেন্টের করাতের সাহায্যে দ্রুত সময়ের মধ্যে গাছগুলো কেটে ফেলে ট্রলিবোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ স্থানীয় কাউন্সিলর এজাজুল হাকিম, সেচ খালের সেচ সভাপতি বড়িয়া গ্রামের আবদুল খালেক এবং জিকে সেচ বিভাগের আফজাল হোসেনের নেতৃত্বে নির্বিচারে এ বৃক্ষ নিধনের মহোৎসব চলছে। তবে বাপাউবো কুষ্টিয়ার সহকারী সেচ সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন স্থানীয় বাসিন্দারা নিজ নিজ বাড়ির সামনের গাছ কেটে নিয়েছে। তিনি এ গাছ কাটার সঙ্গে জড়িত নন। কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, ‘এইটার দায়িত্ব আমার না, এইটার সমিতি আছে, কে গাছ লাগাইছে, কে কাটেছে, এসব বিষয় আমি জানি না। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে সপ্তাহব্যাপী চলমান বৃক্ষ মেলা চলছে। এ বৃক্ষ মেলার মধ্যেই নির্বিচারে বৃক্ষ নিধন চলছে। এ ব্যাপারে কুষ্টিয়া সামাজিক বনায়ন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, পরিবেশ ও জীবন বাঁচাতে বনায়ন ও বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই।
শিরোনাম
- সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- গড়ে প্রতিদিন ৪ লাখ যাত্রী মেট্রোতে, সবচেয়ে বেশি যে স্টেশনে
- প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ
- সাড়ে ৭ বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কা
- দেশ কাঁপানো ৩৬ দিন
- করাচির ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর গলিত মরদেহ উদ্ধার
- যেভাবে জানবেন এসএসসির ফল
- পোষা বিড়ালের জন্য সব সম্পত্তি লিখে দিলেন ৮০ বছরের বৃদ্ধ
- মিরাজ বললেন: ‘এভাবে খেলে কখনো জিতব, কখনো হারব’
- ফেনীতে একদিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, মুহুরী নদীর বাঁধে ৭ স্থানে ভাঙন
- ৯৯৯-এ ফোনে ধরা পড়ল চুরি হওয়া বাস, সীতাকুণ্ডে চালকসহ আটক
- শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ
- সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল
- থামছে না পদ্মার ভাঙন, বিলিন হচ্ছে ঘরবাড়ি
- আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আইসিসির
- ৪ মামলায় শ্যোন অ্যারেস্ট আসাদুজ্জামান নূর
- শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
- ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানোর বিষয়ে আলাপ করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু
- হ্যাজলউড-রাবাদাদের ছাড়িয়ে শীর্ষে তাসকিন
- ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান ট্রাম্প
কুষ্টিয়ায় বৃক্ষ নিধনের মহোৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম