টিনের বেড়া আর টিনের চাল। মেঝের ধুলাবালি উড়ছে সারা ক্লাস রুমে। যেন ধুলাবালির ঘর। ভাঙা বেড়ার ফাঁক দিয়ে দেখা যায় পুরনো কাঠের বেঞ্চ বইয়ের ব্যাগের সারি। দেখা যায় অমনোযোগী ক্লান্ত শিক্ষার্থীর চোখ। ভাঙা দরজা দিয়ে দেখা যায় বহু পুরনো বাঁশের বেড়ায় ঝুলানো আধময়লা ব্লাকবোর্ডে চক দিয়ে লিখছেন ঋণগ্রস্ত ক্লান্ত শিক্ষক। এমন চিত্রই দেখা যায় পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে। দীর্ঘ ২৫ বছর ভাঙা টিনের ঘর আর কাঁচা মাটির ক্লাস রুমেই পাঠদান চলছে এ বিদ্যালয়ে। নানা দুর্ভোগের মধ্যেই শিক্ষার্থীরা অধ্যায়ন করছে। শিক্ষার নিবিড় পরিবেশ না থাকার কারণে শিক্ষকরাও পাঠদানে দুর্ভোগ পোহাচ্ছেন। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ বিদ্যালয় থেকে দেড় থেকে ২ শতাধিক নারী শিক্ষার্থী পড়াশোনা করে আসছে। দশজন শিক্ষক ও পাঁচজন কর্মচারী পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু বিদ্যালয়েটিতে এখনো শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে ওঠেনি। একটি ভাঙা টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম। স্কুলে পর্যাপ্ত চেয়ার বেঞ্চ নেই। নেই অবকাঠামো। পর্যাপ্ত ব্লাকবোর্ড নেই। কাঁচা মাটির মেঝেতে ওড়ে ধুলাবালি। অনেক সময় চেয়ার বেঞ্চ ভেঙে পড়ে। শিক্ষার্থীরা জানান, ক্লাস রুমের ধুলাবালি নাকে চোখে প্রবেশ করে। এ পরিবেশে লেখাপড়ায় মন বসে না। পরিবেশ না থাকলেও বিদ্যালয়ের পড়াশোনার মান ভালো বলে জানালেন স্থানীয় অবিভাবকরা। অভিভাবক আবু হানিফ জানান, খেলার মাঠ থাকলেও বাউন্ডারি ওয়াল নেই। নিরাপত্তাহীনতায় ভূগছেন শিক্ষার্থী এবং অবিভাবকরা। শিক্ষকরা বলছেন, বিদ্যালয়ে টয়লেট এবং ওয়াশ রুম রয়েছে মাত্র একটি। ওই টয়লটই ব্যবহার করতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মচারীদের। এ রকম অবস্থায় পাঠ কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক আবদুল হালিম জানান, প্রতিষ্ঠার পর থেকে বিনা বেতনে স্কুল চালিয়ে এসেছি। কোনো দিন বন্ধ হয়নি। ২০২২ সালে এমপিওভুক্ত হওয়ার পর কিছুটা স্বস্তি পেলেও প্রত্যেক শিক্ষকই ঋণগ্রস্ত। অমানবিক জীবনজাপনের মধ্যদিয়েও পাঠদান করাচ্ছি। বিদ্যালয়ে ভবন নেই। প্রয়োজনীয় উপকরণও নেই। নানা সংকটের মধ্যদিয়ে পাঠদান চলছে। ওই বিদ্যালয়ে জরুরি ভবন নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে দাবি করে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার বলেন, ভবনের অভাবে আরও বেশ কয়েকটি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হলে শিক্ষার মান বাড়বে। এছাড়া শিগগিরই স্কুলের কার্যক্রম অব্যাহত রাখতে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনায় থাকছে স্কুল ভবনের সংস্কার, শিক্ষকদের মানোন্নয়ন, ছাত্রদের অসুবিধা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
শিরোনাম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ